· বিশেষ দিবসসমুহে জাদুঘর খোলা রাখা হয়।
· জাদুঘরের নিকটবর্তী এলাকার বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানসমূহকে জাদুঘর দর্শনে উদ্বুদ্ধ করা হয় ও অনুমতি সাপেক্ষেবিনামূল্যে জাদুঘর পরিদর্শন করার সুযোগ প্রদান করা হয়।
· প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রকাশিত প্রত্নতত্ত্ব, ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক প্রকাশনা,ভিউকার্ড,ফোল্ডার,পুসিত্মকা বিক্রয় করা হয়।
· সুনির্দিষ্ট নীতিমালা অনুসরন করে স্যুটিং, চিত্রায়ন এর অনুমতি প্রদান করা হয়।
শিক্ষা ,গবেষণা ও প্রকাশনা কাজের নিমিত্তে নির্দশনের ছবি,নকশার অনুলিপি প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সাপেক্ষেসরবরাহ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS